নিজস্ব প্রতিনিধি : শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ সিলেট-তামাবিল সড়কের বাইপাস পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০৮ টি ভারতীয় থ্রি-পিচ সহ তিনজনকে গ্রেফতার করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ। শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই(নিঃ)/সারোয়ার হোসেন ভূইয়া’র নেতৃত্বে একদল পুলিশ অদ্য ১৫/০৭/২০২১ খ্রিঃ তারিখ সকাল ০৮.৪০ ঘটিকার সময় এই অভিযান পরিচালনা করে। ৬টি কার্টুনে ভর্তি উক্ত ৩০৮টি থ্রি-পিচ ছাড়াও থ্রি-পিচ বহনকারী যান অর্থাৎ একটি লেগুনাও পুলিশ জব্দ করে। গ্রেফতারকৃতরা হলেন কানাইঘাট থানাধীন বীরবল গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোঃ মুসা (২২), বাউরবাগ গ্রামের আনিসুল হকের ছেলে মোঃ ইব্রাহীম (৩০) এবং রায়পুর (মাঝপাড়া) গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ রিয়াজউদ্দিন (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারত হতে কানাইঘাট সীমান্ত এলাকা হয়ে সিলেট শহরে উক্ত ভারতীয় থ্রি-পিচ বিক্রির উদ্দেশ্যে শহরে প্রবেশ করছিলো বলে পুলিশের নিকট স্বীকার করে। এসআই(নিঃ)/সারোয়ার হোসেন ভূইয়া বাদী হয়ে এই বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।