চট্টগ্রাম লোহাগড়ায় ৯,২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : লোহাগাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৯,২০০ (নয় হাজার দুইশত) পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকারসহ গ্রেফতার ৪ জন গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

লোহাগাড়া থানার এসআই(নি:)/সামছু্দ্দেৌহা সঙ্গীয় ফোর্সসহ শনিবার ১৭ জুলাই, সকাল ১০ টা ২০ মিনিটে লোহাগাড়া থানাধীন চুনতিস্থ রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৭,০০০ (সাত হাজার) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকারসহ আসামী ১। মো: ইয়াছিন (২০) ও আসামী ২। দিল মোহাম্মদ (২০)দ্বয়কে গ্রেফতার করে।

একই তারিখ রাত সাড়ে ১১ টায় এসআই(নি:)/দুলাল বাড়ৈ সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ আসামী জান্নাতুল ফেরদৌস (৩৫)কে গ্রেফতার করে।

এসআই(নি:)/মো: দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার ১৭ জুলাই, রাত ১১ টা ৫ মিনিটে লোহাগাড়া থানাধীন পদুয়া কাঁচা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে ২০০(দুইশত) পিস ইয়াবা ও ১০ (দশ) গ্রাম গাঁজাসহ আসামী সোয়াদেব জলদাস (৩৫)’কে গ্রেফতার করে।

এ সংক্রান্তে লোহাগাড়া থানায় পৃথক মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।