শনিবার জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে

আন্তর্জাতিক স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা আগামীকাল শনিবার দেশে আসছে।


বিজ্ঞাপন

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিঠির বরাতে আমরা জানতে পেরেছি জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা শনিবার দেশে আসবে।

তিনি আরও বলেন, আগে যাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, তাদেরকে এই টিকা দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে। আশা করছি শিগগিরই আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারব।

বেলা তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এই অ্যাস্ট্রেজেনেকার টিকা এসে পৌঁছাবে।

এ দিকে বাংলাদেশের জন্য জাপান থেকে ২,৪৫,২০০ অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন প্রেরণের সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ আজ নরিতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ভ্যাকসিনগুলি বহনকারী সমস্ত নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) বিমানটি 2220 ঘন্টা (জাপান সময়) এয়ারপোর্ট ছেড়ে গেছে। প্রেরিত পরিমাণটি কোভাক্স কাঠামোর অধীনে জাপানের দ্বারা প্রতিশ্রুতিবদ্ধ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনগুলির প্রায় 3.0 মিলিয়ন ডোজগুলির একটি অংশ। টোকিওর বাংলাদেশ দূতাবাস থেকে রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন শাহ আসিফ রহমান এবং প্রথম সচিব সুশ্রী তুষিতা চাকমা।