শ্বশুরবাড়ির লোকজনের কারণে ঘর ছাড়া নারী-তার সন্তানকে নীলফামারী পুলিশের আইনি সহযোগিতা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : (ছদ্মনাম) মোছাঃ ছাদেকা (৩২),গ্রামঃ মহির পাড়া, থানাঃ নীলফামারী,জেলাঃ নীলফামারী। মানুষ কতটা অসহায় হইলে এই অবস্থা সাহায্য পেতে ছুটে আসে থানায়। তা (ছদ্মনাম) মোছাঃ ছাদেকা (৩২)‌ও তার ছেলেকে দেখে বোঝা যায়। (২৩ জুলাই/২০২১) সকাল ০৭ ঘটিকার সকাল হতে না হতে তার ছেলেকে নিয়ে কান্না করতে-করতে (ছদ্মনাম) মোছাঃ ছাদেকা (৩২),নীলফামারী থানার নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে কর্তব্যরত নারী অফিসারের নিকট জানান যে তার স্বামী,ভাসুর যা দেবর সহ অন্যান্যদের সাথে পারিবারিক কলহের জের ধরে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।


বিজ্ঞাপন

বিষয়টি স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আপোষ মীমাংসা করতে ব্যর্থ হলে থানায় আসতে একটু দেরি হয় তার।

এমন অভিযোগের ভিত্তিতে বিষয়টি মনোযোগ সহকারে কর্তব্যরত অফিসার শোনেন এবং অফিসার ইনচার্জ,নীলফামারী থানাকে অবহিত করেন। অফিসার ইনচার্জ, বিষয়টি বিস্তারিত শুনে ঘটনাস্থলে এসআই জনক জহুরুল ইসলামকে সঙ্গীয় ফোর্সসহ প্রেরণ করার নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আপোষ মীমাংসা করে উক্ত নারী ও তার ছেলেকে বাড়িতে থাকার সুব্যবস্থা করে দেন। এবং তাদের পারিকলহের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করেন।