নিজস্ব প্রতিনিধি : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় যাতে কারও মৃত্যু না হয়, সেজন্য ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সকলকে সচেষ্ট থাকতে হবে।
ডিএনসিসি মেয়র বলেন, আমাদের সকলকে নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তারকে রোধ করতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়েও খেয়াল রাখতে হবে।
মোঃ আতিকুল ইসলাম বলেন, নাগরিক সেবায় “সবার ঢাকা” মোবাইল অ্যাপস, জরুরী সেবায় ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন চালু রয়েছে।
তিনি বলেন, এডিস মশাবাহিত রোগ, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ফ্রি পরীক্ষাসহ স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে নগরবাসী ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান (০১৭৬৯১০০৬৮০), উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম সারওয়ার (০১৭১৬৫০৬২৫৮), স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হক (০১৭১৫২৩৮৭৫৪), ১ নম্বর অঞ্চলের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আজিজুন নেছা (০১৭৫৬২০৯৪৮২), ২ নম্বর অঞ্চলের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদা আলী (০১৭১৫৪৫৬৬৯৮), ৩ নম্বর অঞ্চলের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম ওয়াসিমুল ইসলাম (০১৭৩৫৮৪৩৬৯৩), ৪ নম্বর অঞ্চলের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফারজানা আফরোজ (০১৭৪৪৯৮৯৯০৯) এবং ৫ নম্বর অঞ্চলের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফিরোজ আলম (০১৭১৬৩৯৮৮৮৬ এর সাথে কিংবা নগর সাস্থ্যকেন্দ্রগুলোতে যোগাযোগ করতে পারেন। নগর সাস্থ্যকেন্দ্রসমূহের ঠিকানাগুলো হলোঃ-
অঞ্চল-১ (উত্তরা)-
** নগর মাতৃসদন, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-১, বাড়ি-৯২, রোড-১২, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-২, কবরস্থানের উত্তর পূর্ব পাশে, রোড-১০/এফ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ২৩৫/২৩৬, দারোগা বাড়ি, মধুপুর চৌরাস্তা ফায়দাবাদ, উত্তরা মডেল টাউন, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ১৫০ আশকোনা মেডিকেল রোড, এয়ারপোর্ট, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ১৩৪/৪ কাজী বাড়ি রোড, কুড়িল চৌরাস্তা, কুড়িল, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, বাড়ি ৩২৫ আনিচবাগ, কলেজ রোড, চেয়ারম্যান বাড়ি, ঢাকা।
অঞ্চল-২ (মিরপুর-২)
** নগর মাতৃসদন, জে-২, বর্ধিত পল্লবী, ভোলা বস্তির উল্টো দিকে, মিরপুর সাড়ে এগারো, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-১, বাড়ি-৯, ব্লক-ই, রোড-৬, আরামবাগ (আ/এ), সেকশন-৭, মিরপুর, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-২, জে-২, বর্ধিত পল্লবী, ভোলা বস্তির উল্টো দিকে, মিরপুর সাড়ে এগারো, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, বাড়ি-৬, ব্লক-এফ, রোড-৩, সেকশন-২, মিরপুর, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ব্লক-এফ, রোড-৬, সেকশন-১, মিরপুর, ঢাকা।
** সূর্যের হাসি ক্লিনিক, বাড়ি নং ১, রোড ৯, ব্লক-ডি, সেকশন-১২, মিরপুর।
** রাড্ডা এমসিএইচএফপি সেন্টার, সেকশন-১০, মিরপুর।
** সূর্যের হাসি ক্লিনিক, রোড ১, ব্লক-এ, সেকশন-১৩ (হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ সংলগ্ন), মিরপুর।
অঞ্চল-৩ (গুলশান)-
** নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-২, ৫৯৯ বড় মগবাজার, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ৫৯৪ মধুবাগ, মগবাজার, ঢাকা
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, মহাখালী গ/১৬/এ, আমতলা, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ১৭১ উত্তর বাড্ডা, ঢাকা।
** সূর্যের হাসি ক্লিনিক, হোল্ডিং নং গ-১০৭৬, ঈদগাহ জামে মসজিদ রোড, শাহজাদপুর।
** সূর্যের হাসি নেটওয়ার্ক, হাউস নং ৪৫, রোড নং ২, ব্লক-এ, আফতাবনগর।
** সূর্যের হাসি ক্লিনিক, ৪৬৬/১ শাহিনবাগ, (পশ্চিম নাখাল পাড়া)।
অঞ্চল-৪ (মিরপুর-১০)-
** নগর মাতৃসদন, ৪/বি/বি, দ্বিতীয় কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-১, নেকি বাড়ির টেক, ২য় কলোনি, হরিরামপুর, মিরপুর-১, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-২, বাড়ি-২৭, রোড-১১, কল্যাণপুর, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ১৯২/১ মধ্য পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ৫৯১ উত্তর কাফরুল, চেয়ারম্যান বাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ৩৮৬ মুন্সি বাড়ি রোড, উত্তর ইব্রাহিমপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
** গোলারটেক, দারুস সালাম থানা মাঠ, মিরপুর-১।
** ২৬/এ, আহম্মেদ নগর, পাইকপাড়া, মিরপুর-১।
** ২৭৭/১, মধ্য পীরেরবাগ, মিরপুর।
** ৬৭৪/১, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর।
অঞ্চল-৫ (কারওয়ান বাজার)-
** নগর মাতৃসদন, ৩/৫ খ, বাঁশবাড়ি, মোহাম্মদপুর, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ৬৫/ভি, নুরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, পাল সমিতি, রায়ের বাজার, ঢাকা।
** নগর স্বাস্থ্য কেন্দ্র-৭, ৬৪ পশ্চিম আগারগাঁও, ঢাকা।
** ১৩৬, তেজকুনিপাড়া, ফার্মগেইট, তেজগাঁও।
** ৫২/এ, পশ্চিম রাজা বাজার, শেরে বাংলা নগর।
** বাড়ি নং-৩২৪, রোড নং-৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর।
ডিএনসিসি মেয়র বলেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে নগরবাসীর প্রতি আহ্বান “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন”।