কক্সবাজারের উখিয়ায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

সারাদেশ

কক্সবাজার প্রতিনিধি: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন কক্সবাজার জেলা উখিয়া থানা শাখার উদ্যোগে ইমাম বোখারি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করেছে। সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ- ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইউনূসের সার্বিক সহযোগিতায় ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। রোহিঙ্গা ক্যাম্পের জন্য উখিয়া এলাকা পরিবেশ বিপর্যয়ে জর্জরিত। রোহিঙ্গাদের অনুপ্রবেশের ফলে অবাধে পাহাড় কাটা, বৃক্ষ নিধন ও মাদকদ্রব্য ব্যবসা বৃদ্ধি পেয়েছে। সবুজ আন্দোলন উখিয়া শাখা পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন উখিয়া থানার সমন্বয়কারী ইমাম বুখারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ওমর ফারুক, সদস্য হাফেজ মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ ইমাম হোসেন , মোঃ জুবায়ের হোসেন, আলী আহমেদ ও ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে বলেন, আমরা সকলেই জানি রোহিঙ্গা ক্যাম্পের জনগণের চাপে কক্সবাজার উখিয়া এলাকা পরিবেশ বিপর্যয়ে জর্জরিত। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্দেশনায় আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আগামীতে বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আগামী আগস্ট মাসে সবুজ আন্দোলন কক্সবাজার জেলা কমিটি ঘোষণা করা হবে ইনশাল্লাহ।