করোনায় আক্রান্ত হটলাইন টিমের সম্মুখ যোদ্ধা বাকী বিল্লাহ সান্টু

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে করোনা সংক্রামন শুরু হলে মাগুরাবাসীকে নিরাপদ রাখতে ১ম দিন থেকেই সকল ঝুঁকি উপেক্ষা করে নিরবিচ্ছিন্ন সচেতনতামূলক প্রচারনা, অভুক্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া, অসুস্থদের চিকিৎসা ব্যবস্থা করা, করোনা আক্রান্তদের বাড়িতে অক্সিজেন নিয়ে ছুটে চলা, করোনায় মৃতদের লাশ দাফন, কবর খনন সহ সকল সংকটে অগ্রনী ভূমিকা পালনকারী সম্মুখ সারির নির্ভিক করোনা যোদ্ধা, মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপনকারী “হটলাইন টিম” এর প্রতিষ্ঠাতা সদস্য, মাগুরা জেলা আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান বাকী বিল্লাহ সান্টু করোনায় আক্রান্ত।


বিজ্ঞাপন

কোন ঝুঁকিকেই পরোয়া না করে বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে, অসুস্থ স্ত্রীকে রেখে মানুষের বিপদে অবিরাম ছুটেচলা এই মানুষটির দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার সুস্থতার জন্য সকলের দোয়া প্রার্থনা করছি।


বিজ্ঞাপন