জঙ্গীবাদ মোকাবেলায় গুরুত্বারোপ

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত এক সভায় বুধবার উগ্রবাদ প্রতিরোধ সংক্রান্তে এটিইউ প্রণীত কয়েকটি গবেষণা ও বিশ্লেষণধর্মী গ্রন্থের খসড়া ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) কে হস্তান্তর করেন এন্টি টেররিজম ইউনিট প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ কামরুল আহসান বিপিএম (বার)। সভায় আইজিপি মহোদয় এটিইউ কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন, প্রয়োজনীয় নির্দেশনার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


বিজ্ঞাপন

সভায় জঙ্গীবাদ মোকাবেলায় অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি গবেষণা,বিশ্লেষণধর্মী ও জনসচেতনতামূলক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করা হয়। প্রিয় মাতৃভূমি থেকে উগ্রবাদ প্রতিহত করার জন্য এটিইউকে একটি বিশ্বমানের সংস্থা হিসাবে গড়ে তোলার ব্যাপারে সরকারের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন আইজিপি মহোদয়। সভায় পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপিবৃন্দ, অতিরিক্ত আইজিপি রেলওয়ে, ডিআইজি ঢাকা রেঞ্জ, পুলিশ সদর দপ্তর এবং এটিইউ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।