বেনাপোল ইমিগ্রেশন আরও আধুনিক হবে

অর্থনীতি জাতীয় জীবন-যাপন বানিজ্য সারাদেশ

বেনাপোল প্রতিবেদক : আগামীতে বেনাপোল ইমিগ্রেশনকে আরও আধুনিক করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। রোববার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের ট্রলি ব্যবস্থার উদ্বোধন, বন্দরের লিংক রোডে সব ধরনের পণ্য উন্মুক্তকরণ, ল্যাব ও চেয়ারম্যান সড়ক উদ্বোধনসহ প্যাসেঞ্জার টার্মিনাল ও কাস্টম হাউজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এবারের বাজেট বিনিয়োগ বান্ধব ও ব্যবসা বান্ধব হয়েছে। দেশে যাতে বিনিয়োগ বেশি হয় সেজন্য ডিউটি অ্যাডজাস্ট করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বাড়ানো ও কমানো হয়েছে। দেশে বিনিয়োগ হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার অ্যাডমিন খন্দরকার আমিনুর রহমান, প্রথম সচিব মো. গিয়াস কামাল চৌধুরী, বেনাপোল বন্দরের পরিচালক প্রদোষ কান্তি দাস, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী, যশোর ভ্যাট কাস্টম হাউজের কমিশনার শওকত হোসেনসহ প্রমুখ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *