করোনা আক্রান্ত ব্যাক্তির জন্য অক্সিজেন সিলিন্ডার পৌছে দিল বাকলিয়া থানা পুলিশ

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ২৯ জুলাই, বিকাল অনুমান ৩ টা ৩৫ মিনিটে, জনৈক হেলালউদ্দিন চৌধুরী(৩৫) বাকলিয়া থানায় হাজির হয়ে জানান যে, তার ভগ্নিপতি মির্জা মোঃ দিদারুল আলম(৪২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন।


বিজ্ঞাপন

কোথাও তার জন্য অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তাদের একটি অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন।

উক্ত তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানার মোবাইল টিমের মাধ্যমে একটি অক্সিজেন সিলিন্ডার রোগীর বর্ণিত বর্তমান ঠিকানার বাসায় পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য যে করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে বন্দর নগরীর জনসাধারণের প্রয়োজন বিবেচনায় সিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশে সকল থানা থেকে একযোগে অক্সিজেন ব্যাংক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নগরীর জনসাধারণকে অক্সিজেনের জরুরি প্রয়োজনে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ প্রদান করা হল।