প্রতারক চক্রের মুল হোতার আদালতে জবানবন্দি

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সিআইডি’ র তত্ত্বাবধানে প্রতারক চক্রের হোতা মূল আসামীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

সূত্রঃ কোতোয়ালি মডেল থানার মামলা নংঃ ১০৬ তারিখঃ ২৩/০৬/২০২১ ধারাঃ ৪০৬/৪২০/৪১৯/১০৯ দঃ বিঃ।

ঘটনার বিবরণে জানা জায়, মামলার এজাহারনামীয় আসামি ৩ (তিন )জন। মামলাটি সিআইডি সিডিউলভূক্ত হওয়ায় ময়মনসিংহ জেলা সিআইডি তদন্তের জন্য অধিগ্রহণ করে।পরবর্তীতে পুলিশ পরিদর্শক মোঃ মোবারক হোসেন সরকারকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।উক্ত কর্মকর্তা মামলার তদন্তভার গ্রহণ করিয়া কেস ডকেট প্রাপ্তির পর মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের স্বার্থে হাজতী মূল আসামি জহির উদ্দিন বাবুল কে জিজ্ঞাসাবাদের জন্য ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন।বিজ্ঞ আদালত ০১ (এক) দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।আমাদের তদন্তে ব্যাপক জিজ্ঞাসাবাদে উক্ত আসামি ঘটনার সত্যতা স্বীকার করে এবং বুধবার ২৮ জুলাই ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ফলে মামলার মূল রহস্য উদঘাটিত হয়েছে ।

ইতিমধ্যে এজাহারনামীয় অপর আসামি আব্দুল্লাহ আল মামুন বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করিয়া জামিনে মুক্তি লাভ করিয়াছে।