মোহাম্মদপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

অপরাধ

নিজাম উদ্দিন : র‍্যাবের তথ্যমতে জানা যায়, র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা সূত্রে জানতে পারে, কতিপয় সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রমের জন্য মোহাম্মদপুর থানাধীন শহীদ বুদ্ধিজীবি কবরস্থানের এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯/০৭/২০২১খ্রিঃ তারিখ সন্ধ্যা৭ঃ৩০ ঘটিকায় র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানের ২নং গেইট এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ হাফিজুর রহমান ফালান (২৬)কে ০১টি দেশীয় ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড তাঁজা গুলিসহ গ্রেফতার করে র‍্যাব।
র‍্যাব সূত্রে জানা যায় এই অস্ত্র ব্যবহার করে মোঃ হাফিজ ও তার সহযোগীরা, এলাকায় বিভিন্ন সময় ব্যবসায়ী ও পথচারীদের নিকট হতে ছিনতাই করতো এমনটাই র‌্যাবের অনুসন্ধানে প্রতীয়মান হয়। অন্য এক তথ্যে জানা যায় তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এবং এই অস্ত্রধারীদের সহযোগীরা ভূমি দখল ও ব্যবসায়ীদের নিকট হতে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ সন্ধ্যার পর থেকে মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কাজে লিপ্ত ছিলো এবং এ ধরনের বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মোট ০৭ টি মামলার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে মামলা হয়েছে বলে র‍্যাব -২।


বিজ্ঞাপন