ব্যাংকক থেকে ঢাকায় বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটের সুবিধা প্রদান

আন্তর্জাতিক জাতীয়

নিজস্ব প্রতিনিধি : ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ৩১ জুলাই ২০২১ ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (বিজি 8০9) থাইল্যান্ড থেকে 68 জন বাংলাদেশী, ভারতীয় ও থাই নাগরিকের একটি দলকে বাংলাদেশে ফেরত পাঠানোর সুবিধা প্রদান করেছে। বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহায়তার জন্য বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ প্রদানের ভিত্তি। বিমান বাংলাদেশ ফ্লাইট Hazratাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, 21১ জুলাই, ২০২১ সকাল :00 টা ৫০ মিনিটে এসে পৌঁছায়। থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আবদুল হাই থাই সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।


বিজ্ঞাপন

গত বছর কোভিড -১ pandemic মহামারীর প্রাদুর্ভাবের পর থেকে ব্যাংককে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ এবং থাইল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ পর্যন্ত ব্যাংকক থেকে 16াকা পর্যন্ত ১ special টি বিশেষ ফ্লাইটের সুবিধা দিয়েছে। দূতাবাসের কর্মকর্তারা যাত্রীদের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে দেখেন এবং তাদের প্রস্থানের আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজনীয় কনস্যুলার এবং অন্যান্য সহায়তা প্রদান করেন।