নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নিলেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান। এসময় একটি আনন্দঘন অবস্থা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দুজনের মধ্যে তৈরি হয়। তারা উভয়ই সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টায় নোয়াখালী জেলাকে আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সোমবার (২ আগস্ট) নবনিযুক্ত পুলিশ সুপার, নোয়াখালী মোঃ শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক, নোয়াখালী মোহাম্মদ খোরশেদ আলম খান।
নোয়াখালী জেলা বাসীদের মতে, আমরা আশা করি নবনিযুক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সদ্যবিদায়ী পুলিশ সুপার আলমগীর হোসেনের অসমাপ্ত কাজগুলো খুব সুন্দরভাবে সমাপ্ত করবেন। পাশাপাশি, তিনি যেসব কাজ সমাধান করার উদ্যোগ গ্রহণ করে শেষ করতে পারেননি। সেগুলোও বিচার-বিশ্লেষণ করে তিনি সমাপ্ত করবেন।
তাদের মতে, দেশের সবচেয়ে প্রসিদ্ধ জেলা নোয়াখালী। এমনকি এটি একটি ব্যবসায়িক সুসংগঠিত জেলা। এখানে দৈনিক শতশত কোটি টাকার লেনদেন হয় ব্যবসায়িক খাতে, ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন। এ বিষয়টি নতুন পুলিশ সুপার দেখভাল করবেন বলে জানান তারা।
আরো তাদের মতে, দুঃখজনক হলেও সত্য যে, নোয়াখালীতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, চাঁদাবাজি ইত্যাদি একটা সময় খুব মারাত্মক আকার ধারণ করেছিল। তবে, পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ ও বর্তমান জেলা প্রশাসক খোরশেদ আলম খানের কঠোর হস্তক্ষেপে উক্ত অপরাধগুলো কিছুটা নিয়ন্ত্রণে আসে।
নোয়াখালীবাসী আশা করেন, নোয়াখালীর নবনিযুক্ত পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সমন্বয়ে যেসব অপরাধ বর্তমানে চলমান রয়েছে। সেগুলো দূরীকরণে তারা কঠোরভাবে উদ্যোগ গ্রহণ করবেন। নোয়াখালী জেলাকে একটি আদর্শ জেলা হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, সদ্যবিদায়ী নোয়াখালী জেলার পুলিশ সুপার আলমগীর হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।