সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার পেল ১০০০ হত দরিদ্র ও অসহায় পরিবার

সারাদেশ

সরিষাবাড়ী প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এর নির্দেশনায় বরাদ্ধকৃত জি.আর চাল ও জি.আর ক্যাশ দ্বারা ক্রয়কৃত করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় অসহায়, দুস্থ ও হত দরিদ্র ১০০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।জামালপুরের সরিষাবাড়ীতে আজ বুধবার দুপুরে বাউসী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সরিষাবাড়ী পৌরসভার ব্যবস্হাপনায় স্বাস্থ্য বিধি মেনে ১০ কেজি চাল, ১ কেজি আলু, ৫০০ মি.লিটার সয়াবিন তৈল ও ১টি সাবান বিতরণ করা হয়েছে। খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী পেয়ে উৎফুল্ল দুস্হ, হত দরিদ্র ও অসহায় পরিবারের উপকারভোগীরা। সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর আস্হাভাজন ব্যক্তি সাখাওয়াতুল আলম মুকুল দুস্হ, হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী তুলে দেন। এ সময় উপস্হিত ছিলেন আসন্ন কামরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা সামিউল ইসলাম খান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছমা বেগমসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কর্মচারীবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।


বিজ্ঞাপন