শেখ কামালের জীবন ও কাজ তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কাজ তুলে ধরে একটি আলোচনা সভার আয়োজন করে এমওএফএ। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন অধিবেশনে সভাপতিত্ব করেন।


বিজ্ঞাপন

প্রাক্তন রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব।) সাদ আহমেদ, BP, awc, psc ছিলেন মূল বক্তা এবং তিনি ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও সাফল্য নিয়ে কথা বলেন। বক্তৃতা শেখ কামালের ব্যক্তিগত জীবনকে স্পর্শ করার সাথে সাথে শ্রোতারা তার বিশ্ববিদ্যালয় জীবন, খেলাধুলার প্রতি তার আবেগ এবং খেলাধুলা, সংস্কৃতি এবং বাংলাদেশের রাজনীতিতে তার উদ্যোগ সম্পর্কে জানতে পারেন।

সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, এমপি ‘গেস্ট অফ অনার’ হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শেখ কামালের উত্তরাধিকার নিয়েও কথা বলেছেন। এমএফএ, বিদেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা, মিডিয়া কর্মী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা অধিবেশনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য ঐশ্বরিক আশীর্বাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।