১০ বছর আগে মহানায়ক মান্নার কথা সত্যি হলো পরীমনিকান্ডে

বিনোদন

বিনোদন প্রতিবেদক : মহানায়ক মান্নার ১৩ বছর আগে একটি সাক্ষাৎকারে চলচ্চিত্র নিয়ে যে কথা গুলো বলেছিলেন আজ তার বাস্তব প্রমাণ হলো চিত্র নায়িকা পরীমনির মাধ্যমে।


বিজ্ঞাপন

এমনই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কালজয়ী মহানায়ক মান্নার একটি বক্তব্য। সেখানে তিনি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বেশ কিছু কথা বলেছেন।


বিজ্ঞাপন

মহানায়ক মান্না বলেছিলেন, ‘পৃথিবীর কোনো জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ; এর মতো স্বার্থপর কোনো জগৎ আর নেই।

এখানে আমরা সবাই বাণিজ্যিক। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া-পাওয়া সব মেকি।

সিনেমা পরিবারের কেউ যদি বুকে হাত দিয়ে বলে, আমরা সবাই এক পরিবার; না, মিথ্যে। সবাই আলাদা।

জীবিত থাকা অবস্থায় একটি বেসরকারি টিভির বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মহানয়াক মান্না।

অপি করিমের সঞ্চালনায় সেখানে তিনি নিজের ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে অনেক কথাই বিনিময় করেছিলেন।

মহানায়ক মান্না জানান, সিনেমা জগতে তার একজনই বন্ধু। তিনি তার আত্মীয়।

মান্নার ভাষ্য ছিল, ‘আমার একটাই বন্ধু আছে, সে হচ্ছে আমার ফাইট ডিরেক্টর মোসলেম ভাই। তিনি আমার পরিবারের সদস্য। যিনি আমার সুখের সময়ও পাশে ছিলেন, দুঃখের সময়ও পাশে ছিলেন।