পরীমনি ও মৌ-পিয়াসাদের সঙ্গে জড়িত আরো নাম জানা গেছে

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : পরীমনি ও মৌ-পিয়াসাদের সঙ্গে জড়িত আরো নাম জানা গেছে , নায়িকা পরীমনি এবং কথিত মডেল মৌ ও পিয়াসার সঙ্গে আর্থিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সিআইডি।


বিজ্ঞাপন

রোববার, সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপের সময় অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক একথা জানান।

তিনি আরো জানান, গ্রেপ্তার ছয় জনের বাসায় শনিবার সন্ধ্যায় তল্লাশি করে বিভিন্ন আলামত ও ডিভাইস উদ্ধার করা হয়েছে। যেগুলোর ফরেনসিক পরীক্ষা করে দেখা হচ্ছে।

পরীমনি, পিয়াসা, মৌ, হেলেনা জাহাঙ্গির, রাজ ও জিমির বাসায় নতুন করে তল্লাশি করে কিছু আলামত জব্দ করে সিআইডি।

তাদের দাবি, আটক হাওয়া ছয়জনের অনৈতিক কার্যক্রম ও ব্ল্যাকমেইল কারবারের সঙ্গে অন্য পেশার কিছু প্রভাবশালী জড়িত আছেন।

এখন পর্যন্ত কিছু নাম জানা গেছে। তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান, সিআইডি কর্মকর্তা ওমর ফারুক।

এক প্রশ্নের জবাবে ওমর ফারুক জানান, ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন এমন কিছু ব্যক্তির নাম তারা পেলেও, কেউ তাদের কাছে কোন অভিযোগ দেননি।

গ্রেপ্তার হওয়াদের সঙ্গে আর্থিক খাতের কেউ জড়িত কিনা সেসবও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান, এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।

প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের আলামত পেলেও, পুলিশের কাছে অভিযোগ আসার পরই আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান, সিআইডির অতিরিক্ত উপ মহাপরিদর্শক।