শিল্পীর পাশে নেই শিল্পী সমিতি!

বিনোদন

আজকের দেশ রিপোর্ট : যে শিল্পী দুঃস্থ শিল্পীদের সাহায্য-সহযোগিতা করার মাধ্যমে দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতেন আজ সেই শিল্পীর দুঃসময়ে শিল্পীরা তার পাশে না দাঁড়িয়ে সমিতিতে তার সদস্যপদ স্থগিত করার ঘোষণাও দেন সংবাদ সম্মেলনের আয়োজন করে!


বিজ্ঞাপন

এই ইন্ডাস্ট্রিতে যে কেউই কারো নয় এবং প্রায় সকলেই চরম স্বার্থপর তা শিল্পী সমিতি পরীর বেলাতেও প্রমাণ করে দিল।


বিজ্ঞাপন

এটা সত্যি যে ব্যক্তি পরীর আচরণ, বেপরোয়া জীবন যাপন, চরিত্র, উপার্জন ইত্যাদি বিষয়ে তার বিরুদ্ধে অনেকের অনেক অভিযোগ আছে।

যেহেতু কিছু অভিযোগের ভিত্তিতে পরীকে প্রশাসন গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে ও তার বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্তও করা হচ্ছে, তাই আগেই তাকে জড়িয়ে নানা কথা বলে একজন শিল্পীকে অসম্মানিত করা বা তার ক্যারিয়ার ধ্বংস করা থেকে বিরত থাকুন।

তদন্তে পরী দোষী প্রমানিত হলে দেশের আইন অবশ্যই উপযুক্ত বিচার করার মাধ্যমে তাকে শাস্তি প্রদান করবেই।

সচেতন মহল এর বিশেষ দাবি চিত্র নায়িকা পরি মনির রিমান্ড জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে খুব শিগ্রই যেন চিত্র নায়িকা পরী মণিকে জামিনে মুক্তি দেওয়া উচিৎ যাতে তিনি তার অভিনীত অসমাপ্ত সিনেমাগুলো এবং নতুন চুক্তিবদ্ধ সিনেমাগুলোর শুটিং ও অন্যান্য কাজ শেষ করে দিতে পারেন।

এই নায়িকা গ্রেফতার হওয়ায় যে পরিচালক ও লগ্নিকারিদের সিনেমার কাজ ফেঁসে গেছে তাদের বিষয়টিও প্রশাসন এবং ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের মাথায় রাখা দরকার।