শরীয়তপুরে জেলা পুলিশ ও পুনাকের আয়োজনে সামাজিক বনায়ন কর্মসূচী অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : “মুজিব বর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ আগস্ট বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ পুলিশের আইজিপি’র নির্দেশে ৬৪ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সামাজিক বনায়ন কর্মসূচী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি : ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা, পুনাক।


বিজ্ঞাপন

এরই অংশ হিসেবে শরীয়তপুরে জেলা পুলিশ ও পুনাক, শরীয়তপুরের আয়োজনে সামাজিক বনায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় সামাজিক বনায়ন কর্মসূচীতে অংশগ্রহন করেন এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর, ডাঃ আফসানা চৌধুরী, সদস্য, পুনাক, শরীয়তপুর, মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপুর, তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শরীয়তপর, এস এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), শরীয়তপুর, তৌফিক আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শরীয়তপুর, আজহারুল ইসলাম, ডিআইও-১, শরীয়তপুরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও পুনাকের সদস্যবৃন্দ।