নিজস্ব প্রতিনিধি : র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার ১৩ আগস্ট, রাত ৩ টা ১৫ মিনিট হতে ৪ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন পারসিংড়া গ্রামস্থ এলাকায় নাটোর হইতে বগুড়া গামী মহাসড়কের ডাক বাংলা মোড় নামক স্থানের পাকা রাস্তার উপর যানবাহন চেকপোস্ট পরিচালনা করেন।
উক্ত অভিযানে, শুকনো গাঁজা ৩৬ কেজি ৯০০ গ্রাম (যার অনুমানিক মূল্য- ১১,০৭,০০০/-এগার লক্ষ সাত হাজার টাকা), মোবাইল- ০৪ টি, সিমকার্ড- ০৭ টি, মোমেরী কার্ড- ০১ টি, মাদক বিক্রয়লব্ধ নগদ-৭,৭০০/- টাকা, কাভার্ড ভ্যান- ০১ টি, গাড়ীর রেজিঃ পেপার- ০১ টি, ড্রাইভিং লাইসেন্স- ০১ টিসহ আসামী ১। মোঃ নাঈম সরকার (২৩) (ড্রাইভার), পিতা-মোঃ দুলাল সরদার, সাং পশ্চিম বিলাসপুর, থানা ও জেলা-গাজীপুর, ২। মোঃ লাভলু সরকার (২১), পিতা-মোঃ আমিনুল ইসলাম, সাং-কুরুষা ফেরুষা (বালার হাট), থানা-ফুলবাড়ি, ৩। মোঃ মজনু মিয়া (২৭), পিতা-মোঃ মতিজার রহমান সাং-বামনাছড়া নয়াগ্রাম, থানা-উলিপুর, উভয় জেলা-কুড়িগ্রামদেরকে হাতেনাতে আটক করে।ধৃত মাদক ব্যবসায়ীদ্বের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।