নিজস্ব প্রতিনিধি : র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন এলাকা থেকে ৭ কেজি গাঁজা জব্দসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
শুক্রবার ১৩ আগস্ট, আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন মিরপুর বাজারস্থ জনৈক মোঃ অলি মিয়ার সোনার বাংলা নামক খাবার হোটেলের সামনে ঢাকা-শ্রীমঙ্গলগামী পাঁকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রাখা ক। ০৭ (সাত) কেজি গাঁজা খ। ০২টি মোবাইল গ। ০৩টি সীমকার্ড ঘ। নগদ- ৩৩০/- টাকা উদ্ধারপূর্বক ধৃত ব্যক্তি মোঃ আছকির মিয়া (২৫), পিতা- মোঃ ফজর আলী, সাং- আব্দা ছালিয়া, পোঃ- মুছিকান্দি, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর ১৯(খ) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সহ হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।