জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।


বিজ্ঞাপন

১৫ আগস্ট ভোরে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল ১১.০০টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৫১,৫১/এ, পুরানা পল্টন (৯ম তলা), পল্টন সিটি ভবনে ‘বঙ্গবন্ধু. মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ আলোচনা সভায় অংশ গ্রহণ করবেন।

বিরাজমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় জুম অ্যাপস-এর মাধ্যমে ‘বঙ্গবন্ধুর আদর্শ মৃত্যুঞ্জয়ী’ শিরোনামে আলোচনা সভা আগস্ট মাসের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম তালুকদার সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ করেছেন।