নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

অপরাধ

বিশেষ প্রতিবেদক : ১৬ আগস্ট সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া এর নেতৃত্বে দি হাব রুফটপ এবং দি ইটালিয়া রেস্টুরেন্টে, মিরপুর ১, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে অনেক পণ্যে আমদানিকারক এর কোন স্টিকার পাওয়া যায়নি।


বিজ্ঞাপন

স্বাস্থ্য সনদ পাওয়া যায় নাই এবং অনিবন্ধিত অবস্থায় পাওয়া যায় এ সকল অপরাধে এই দুই রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী যথাক্রমে ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) এবং ১,০০,০০০ (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।


বিজ্ঞাপন

উভয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়!

অভিযানকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার ও অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটেলিয়ান আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্হিত ছিলেন।