নজরুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষ বৈষম্য, মব ভায়োলেন্স, মিথ্যা মামলা ও অধিকারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে —— গোলাম মোহাম্মদ কাদের

Uncategorized ইতিহাস ঐতিহ্য জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ সাহিত্য-সংস্কৃতি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মো : কাদের।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  : প্রেম, বিদ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ জাতীয় কবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে গোলাম মোহাম্মদ কাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি ছিলেন না, বরং ছিলেন এক প্রজ্জ্বলিত দীপ্তি যিনি ভাষায়, সুরে, সাহসে এবং চেতনায় যুগে যুগে মানুষের মনে মুক্তির বার্তা দিয়ে গেছেন। তার রচনায় ধর্মীয় সম্প্রীতি, সাম্য, স্বাধীনতা এবং মানবিকতার চিরন্তন আহ্বান আজও আমাদের পথপ্রদর্শক।


বিজ্ঞাপন

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ করতে শিখিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাহসের সাথে সত্য বলার অনুপ্রেরণা হচ্ছেন কাজী নজরুল ইসলাম।


বিজ্ঞাপন

মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থাকতে আজীবন পথ দেখাবেন নজরুল। আমরা বিশ্বাস করি, নজরুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষ বৈষম্য, মব ভায়োলেন্স, মিথ্যা মামলা ও অধিকারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *