নিজস্ব প্রতিবেদক : ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)র সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন (বিআরজেএফ)’র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির ও ডিইউজে সদস্য এবং সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমানের বিরুদ্ধে ভোলায় মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিআরজেএফ।
উল্লেখ্য মেঘনা নদীতে বালুদস্যুতা নিয়ে তদন্তচিত্রে সংবাদ প্রকাশের জেরে ডিইউজে সদস্য হুমায়ুন কবির ও জিয়াউর রহমানের বিরুদ্ধে ভোলার আওয়ামী লীগের নেতা ও কাচিয়া ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব ভোলার আদালতে হয়রানিমূলক মামলা করছেন। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
এই মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন (বিআরজেএফ)।