গরুতে গরুতে গুতাগুতির ঘটনায় মানুষ খুন!

অপরাধ

কিশোরগন্জ জেলায় জোড়া খুন মামলার আসামী সিআইডি কর্তৃক গ্রেফতার


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিত পুরে গরুতে গরুতে গুতাগুতির ঘটনায় প্রতিপক্ষের হাতে জোড়া খুনের ঘটনা ঘটে, এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়।যার নামবার, বা‌জিতপুর থানার মামলা নং ২৫, তা‌রিখ ২৩/০৪/২০২১ খ্রিঃ ধারা ১৪৩/৪৪৭/ ৪৪৮/ ৩২৩/৩২৪/ ৩২৬/৩০৭/ ৩০২/৩৪/১১৪ পেনাল কোড এর ঘটনার স‌হিত জ‌ড়িত তদ‌ন্তে প্রাপ্ত সাক্ষ‌্য প্রমা‌নের ভি‌ত্তি‌তে আসামী মোঃ নূর উ‌দ্দিন (২৬), পিতা মোঃ ইন্তু মিয়া, সাং জ‌নৈতপুর, থানা বা‌জিতপুর,জেলা কি‌শোরগঞ্জ‌কে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গতকাল বুধবার ১৮ আগস্ট সন্ধ‌্যা ৭ টার সময় বা‌জিতপুর থানাধীন বা‌লিগাও এলাকা হতে সিআই‌ডি কি‌শোরগঞ্জ জেলা টি‌মের সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে। উক্ত আসামী‌কে জিজ্ঞাসাবাদ শে‌ষে আগামী কাল বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হবে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ২২ এপ্রিল বিকাল ৫ টার সময় আসামী ছন্দু মিয়ার গরুর সা‌থে বাদীর চাচা জলহু মিয়ার গরুর গুতাগু‌তির ফ‌লে জলহু মিয়ার গরুর শিং ভে‌ঙ্গে গে‌লে উভয় প‌ক্ষের ম‌ধ্যে তর্কবিতর্ক হয়।


বিজ্ঞাপন

উক্ত ঘটনা‌কে কেন্দ্র ক‌রে এবং পূর্ব শত্রুতার জের হিসেবে ঐ রা‌ত ৯ টার সময় সকল এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী ধারা‌লো দা, লা‌ঠি, ছু‌ড়ি, কি‌রিচ, লোহার রড ইত‌্যাদি নি‌য়ে বেআইনী জনতা ব‌দ্ধে একই উ‌দ্দে‌শ্যে বা‌জিতপুর থানাধীন জ‌নৈক ইব্রাহি‌মের বাড়ীর সাম‌নে বাদীর স‌হোদর ভাই সো‌হেল (২৫)‌কে এ‌লোপাথারী ভা‌বে মার‌পিট ক‌রে গুরুতর রক্তাক্ত জখম ক‌রে।


বিজ্ঞাপন

বাদীর চাচাত ভাই র‌বিন (১৮) ও না‌জিম @ রা‌জিম (২২) ফেরাতে আ‌সলে তাদের‌কে মার‌পিট ক‌রে গুরুতর জখম ক‌রে। চি‌কিৎসাধীন অবস্থায় সো‌হেল (২৫)‌ ও না‌জিম @ রা‌জিম (২২) মৃত‌্যুবরন করে।