নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জেলা তথ্য অফিস ঢাকার পক্ষ থেকে বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কর্মশালা সাভার ফুলবাড়ীয়া, নগরচর, ডার্ড এন্ড দীপ্ত গার্মেন্টস এর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশলা অনুষ্ঠানে দীপ্ত গার্মেন্টস এর সিনিয়র এজিএম আলী আকবর এবং ডেপুটি ম্যানেজার এ্যাডমিন এন্ড এইচ, আর মো. জহুরুল ইসলাম, জেলা তথ্য অফিস ঢাকার পক্ষে অভিনেতা কবি আল-মায়ামী
অংশগ্রহণ করেন। তারা জেলা তথ্য অফিস ঢাকাকে স্বাগত জানান। সিনিয়র এজিএম আলী আকবর কোভিড-১৯ থেকে মুক্ত থাকার জন্য সরকারের দেওয়া স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান, এবং তিনি বলেন, আমার ফ্যাক্টরীর সকল কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক ভাই বোনেরা স্বাস্থ্য বিধি মেনে কাজ করছেন। সকলেই মাস্ক পরিধান করছেন, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধৌত করছেন, শারীরিক দুরত্ব বজায় রাখছেন এবং ফ্যাক্টরী ঘন ঘন পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। গনসচেতনতার এই কর্মশালা অনুষ্ঠানের জন্য তারা জেলা তথ্য অফিস ঢাকাকে ধন্যবাদ জানান।