আঁধার কেটে বিদ্যুতের আলোয় উদ্ভাসিত দেশ

জাতীয়

আমিনুর রহমান বাদশা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফসল বাংলাদেশের বর্তমান বিদ্যুতায়ন ব্যবস্থা যে কারণে আজ আঁধার কেটে বিদ্যুতের আলোয় উদ্ভাসিত সারা দেশ।


বিজ্ঞাপন

দেশের ৯৯.৯৯ শতাংশ মানুষ এখন বিদ্যুতের আলোয় আলোকিত। বিচ্ছিন্ন চর থেকে দুর্গম পাহাড়ের কোথাও আর আঁধার নেই।

পাকিস্তানে ৭৩.৯% আফগানিস্তানে ৯৭.৭% ও ভারতে ৯৭.৮% এলাকা বিদ্যুতের আওতায় এসেছে সেখানে বাংলাদেশের ৯৯.৯৯% এলাকা বিদ্যুতায়িত হয়েছে।

বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৫,২৩৫ মে.ও। গত একযুগে উৎপাদন বেড়েছে ২০,২৯৩ মে.ও অথচ ২০০৮ সালে উৎপাদন ক্ষমতা ছিল মাত্র ৪,৯৪২ মেগা ওয়াট।

বর্তমানে বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৭ লক্ষ; এক যুগে বিদ্যুতের গ্রাহক সংখ্যা বেড়েছে ২ কোটি ৯৯ লক্ষ; ২০০৮ সালে ছিল মাত্র ১ কোটি ৮ লক্ষ।

প্রায় শতভাগ বিদ্যুতায়ন করার ফলে সারা দেশেই গড়ে উঠেছে ছোটবড় অসংখ্য শিল্প-কারখানা যা অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে।