ফ্যাক্ট হাইব্রিড ভুঁইফোঁড় চাটুকার!

উপ-সম্পাদকীয়/মতামত

যুগল ইসলাম : বলছি আপনাকে, আপনি আওয়ামী লীগের ইতিহাস জানেন, আপনি কি ছাত্র লীগের ইতিহাস জানেন! যদি জেনে থাকেন ভালো কথা কিন্তু না জেনে থাকলে আওয়ামী লীগের মিছিলে শামিল হয়ে উল্টো পাল্টা মিছিলে( শ্লোগানে)মুখরিত করেন যে আদর্শ আপনার নয় তবে কেন? আপনি ওখানে যান কারণ আজ আওয়ামী লীগ সরকার / ক্ষমতায় তাই! এটা কোন নৈতিকতা তাহলে আমরা কি শিক্ষা নিলাম? অনেকে বিদেশে প্রবাসে থেকে আওয়ামী লীগ কে জননেত্রী শেখ হাসিনা কে গালমন্দ করেন আবার দেশে এসে টাকার বিনিময়ে আওয়ামী লীগ বা অংগ সংগঠন এর পদ পদবি নেন ( টাকার বিনিময়ে) বড় বড় নেতা দের সাথে সেলফি তুলেন বড় কাজ বাগিয়ে নেন কেন? তাহলে আওয়ামী লীগের জন্য যাঁর শেষ বিন্দু কণা দিয়ে নিরলস দলের জন্য পরিশ্রম করলো তাঁরা আপনার জন্য সুযোগ সুবিধা হতে বঞ্চিত কেন? যাঁরা পাড়া মহল্লার বঙ্গবন্ধুর ছবি ছিঁড়েছে বঙ্গবন্ধুর ছবি নিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ অনেক!!!! কিছু করেছে তবে তাঁরা কেন নেতা!! আপনি কি জানেন বঙ্গবন্ধুর জীবনে রাজনৈতিক রোষানলে পড়ে কত বছর জেল জুলুমের শিকার হয়েছেন, জানেন না, বঙ্গবন্ধু জীবনের অধিকাংশ সময়ই কেটেছে জেলে কিন্তু তা-ই বলে রাজনৈতিক সিদ্ধান্ত বা আন্দোলন থেমে থাকেনি,বরং আরো গতিশক্তি বৃদ্ধি পেয়েছে এই আন্দোলনের ফসল আমাদের আজকের লাল সবুজের পতাকায় মোড়ানো বিশ্বমানচিত্রে শাবাশ বাংলাদেশ,


বিজ্ঞাপন

১৫ আগষ্টের প্রোগ্রামে মাইক বাজাতে দেয়নি,বঙ্গবন্ধুর ভাষন ইতিহাস কর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়নি ইত্যাদি করতে দেয়নি তোবারক লাথি মেরে ফেলেছে, অন্যদের ও খেতে দেয়নি এমনকি মসজিদে মিলাদ পর্যন্ত করতে দেয়নি তবে আপনি এখন কোন যোগ্যতায় নেতা! প্রশ্ন হ্যাঁ প্রশ্ন টা আমি আপনাকেই করেছি,, অনেক ত্যাগী রা জেল জুলুমের শিকার হয়েছেন তারা কেন অবহেলিত, ২১ আগষ্টের হামলায় নিহত আহত দের পরিবার বা যাঁরা নিরবে নিভৃতে কাঁদে এবং দেহে স্পীল্নটার নিয়ে বেঁচে আছে তাদের খোঁজ কেউ নিয়েছে,হ্যাঁ নিয়েছে যাঁরা বড় নেতা সংবাদের শিরোনাম হয়েছিল তাদের! কিন্তু যাঁরা লোকলজ্জার ভয়ে সমাজ হতে বঞ্চিত শুধু মাত্র আওয়ামী লীগ করার কারণে, তাদেরকে কেউ খুঁজে বেড় করেছে? না করেনি, আমাদের সমাজ টা এমনি! যেমন একজন বিএনপির লোক সে এখন কিছু দিন আগে বঙ্গবন্ধুর ১৫ আগষ্টের প্রোগ্রাম নিয়ে বাচ্চাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং সেখানে বঙ্গবন্ধুর লোক পরিচয় দিয়ে একজনকে প্রধান অতিথি করে বাচ্চাদের গিফটের ব্যাবস্হা করে আমি প্রশ্ন রাখি? এখন এতো সুন্দর করে অনুষ্ঠান সাজালেন আগামীতে খুঁজে পাবো? কার কাছে প্রশ্ন করবো!! একটু বলবেন, পাঠক আমরা পরিবর্তন হবো কি? আবার অন্য দল ক্ষমতায় এলো তাঁরা আবারও সামনের কাতারে! আফসোস আমরা আমাদের নৈতিকতা নিয়ে চরমভাবে হতাশ, তাহলে কোথায় আমাদের সততা, সত্য কে যদি সত্য বলতে সাহস পাইনা তবে কিসের বাহাদুরি, একবার ভাবেন আগামীকাল আপনার মৃত্যু হলে আর শোধরাবার সময় পাবেন?।