শার্শায় ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : যশোর জেলা পুলিশের শারশা থানা পুলিশ মঙ্গলবার ২৪ আগষ্ট বাগআচঁড়া তদন্ত কেন্দ্রে কর্মরত এএসআই মোঃ আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ তদন্ত কেন্দ্র এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার ২৪ আগস্ট সকাল ৭ টায় অভিযান পরিচালনা কালে শার্শা থানাধীন রাড়ীপুকুর সাকিনস্থ রাড়ীপুকুর টু মহিষাগামী রোডের জনৈক মোঃ আবু বক্কার সিদ্দিকের বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর একটি মোটরসাইকেল সংকেত দিয়ে থামাতে গেলে মোটর আরোহী দুজন মোটরসাইকেল ফেলে দৌঁড়াইয়া পালাইয়া যায়। বিষয়টি বাগআচঁড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জকে অবগত করিলে, তাঁর নির্দেশে এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে একই তারিখ ০৭:৩০ ঘটিকায় ফেলে যাওয়া মোটরসাইকেলে রক্ষিত ব্যাগে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,৫০,০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। আসামীদের নাম-ঠিকানা সংগ্রহ করেন। পলাতক আসামীদ্বয়ের নাম (১) মনিরুল ইসলাম @ গনি (৩২), পিতা- ওয়াজেদ আলী, (২) মনিরুজ্জামান @ মনি (৩৫), পিতা-ইউনূস আলী, উভয়সাং- রাড়ীপুকুর, থানা- শার্শা, জেলা- যশোর। আসামীরা দীর্ঘদিন যাবত চোরাচালানীর মাধ্যমে যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ ব্যবসা করে আসছিল।


বিজ্ঞাপন

এ সংক্রান্ত দুইজন পলাতক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।