যশোরে অবসরে যাওয়া পুলিশ সদস্যদের সম্মানজনক বিদায়

অপরাধ

একত্রে কাজ করার সুখস্মৃতি অম্লান থাকুক!
মো. সুমন হোসেন, যশোর : যশোর জেলা হতে পিআরএল(অবসর), গমনকারী সহকর্মীদের আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যশোর জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি সুত্র।


বিজ্ঞাপন

যশোর জেলা হতে পিআরএল গমনকারী সকল সহকর্মীদের আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৪ আগস্ট বিকাল ৫ টায় পুলিশ সুপারের কার্যালয় হতে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম নির্দেশক্রমে আজ যশোর জেলা থেকে পিআরএল (অবসর), গমনকারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অফিস সহকারি আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

পুলিশ সুপারের দেওয়া এমন সম্মানজনক বিদায় পেয়ে সদ্য পিআরএল (অবসর), গমনকারী সহকর্মী মোহাম্মদ সাজ্জাদ হোসেন অত্যন্ত গর্ববোধ করেন।

তিনি বলেন সত্যিই চাকুরি জীবনের শেষ দিনটায় এমন সম্মানজনক বিদায় আমার সারা জীবনের সুখস্মৃতি হয়ে থাকবে এবং এমন সম্মানজনক বিদায় পেয়ে তিনি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মুনাদির হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ (সদর), যশোরসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।