মামুন মোল্লা, খুলনা : খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজাসহ ৭ (সাত) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১)সুমন হাওলাদার(৩৫), পিতা-মৃত: জাহাঙ্গীর হাওলাদার, সাং-ছোট বাদুরা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-৫নং মাছঘাট, থানা-খুলনা; ২) মোঃ রানা হোসেন(২০), পিতা-আলী হোসেন, সাং-হাসানবাগ ক্লাবের পাশে, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) রিয়াদুল ইসলাম হিমেল(২৩), পিতা-মৃত: জিল্লুর রহমান, সাং-পিংগারিয়া, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, এ/পি সাং-০২ নং সরকার পাড়া, টুটপাড়া, থানা-খুলনা; ৪) ফাতেমা খাতুন(৪১), পিতা-মৃত: এরশাদ আলী মোল্লা, সাং-শঙ্করপুর, মোল্লাবাড়ী, থানা-কোতয়ালী, জেলা-যশোর, এ/পি সাং-গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসার পাশে, থানা-খালিশপুর; ৫) মোঃ আলীবিন হুসাইন রাজন(২৬), পিতা-আকবর আলী, সাং-বকশীপাড়া ঘোষবাড়ী, থানা-সোনাডাঙ্গা মডেল; ৬) অমিত সাহা(২৯), পিতা-পরিমল সাহা, সাং-বেনীবাবু রোড ফুল মার্কেট, থানা-খুলনা এবং ৭) মল্লিক মেহেদী হাসান শিহাব(২১), পিতা-মোঃ মিন্টু মল্লিক, সাং-রায়েরমহল, থানা-হরিণটানা; খুলনা মহানগরী’দের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা আলামত উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।