আজকের দেশ রিপোর্ট : আজ ২৬ আগস্ট বৃহস্পতিবার মহীয়সী ও জ্যোতিময় নারী মাদার তেরসার জন্মদিন। আজকের দেশ ডটকম এর পরিবারের পক্ষ থেকে মহীয়সী এই নারীর শুভ জন্মদিনে আজকের দেশ পরিবার মাদুর তেরোসার প্রতি ভক্তি, শ্রদ্ধা ও অকৃত্তিম ভালবাসা জ্ঞ্যাপন করছে।

মাদার তেরেসা, যাকে বিশ্বশান্তির পায়রা বলে অভিহিত করা হয় । মানুষের কল্যাণই ছিল যার ব্রত। যিনি একজন একজন আলবেনিয়ান বংশোদ্ভূত ভারতীয়।

কিন্তু দেশ বা কালের সীমানা ডিঙিয়ে তিনি ছুটেছেন আর্তের সেবায়। একজন অনন্য সমাজসেবী এবং দুস্থ ও অনাথজনের অকৃত্রিম বন্ধু হিসেবে যার খ্যাতি বিশ্বময়। যিনি তাঁর মানবিকতার ব্রত দিয়ে আলোকিত করেছেন মানব সভ্যতাকে।
