সাংবাদিকতার ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’-এর বাস্তব উদাহরণ ‘বার্গম্যান’

রাজনীতি

আজকের দেশ ডেস্ক : ২০১৮ সালে যেভাবে শেখ হাসিনাকে সরকার থেকে সরানোর জন্য জোট গঠন করেছিলেন ড. কামাল হোসেন; ঠিক সেভাবেই, আবারো শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি বড় রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে ড. কামাল নিজেই এই তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন

এদিকে, বিদেশে বসে, সাংবাদিক পরিচয় ব্যবহার করে, বিভিন্ন ওয়েবপোর্টালে শেখ হাসিনার সরকার ও প্রশাসনের বিরুদ্ধে নিয়মিতই বানোয়াট ও নেতিবাচক লেখা লিখে যাচ্ছেন ড. কামালের জামাতা ডেভিড বার্গম্যান।

মূলত নিজের শ্বশুরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য পক্ষপাতদুষ্ট প্রচারণা চালাচ্ছেন তিনি।

সাংবাদিকতার নীতি-নৈতিকতার জায়গা থেকে, এই ঘটনাটিকে আপনি কীভাবে দেখবেন? একজন ব্যক্তি একটি রাজনৈতিক নেতার এজেন্ট হিসেবে কাজ করছেন, আবার নিজেকে নিরপেক্ষ সাংবাদিক হিসেবেও দাবি করছেন।

এটি কী স্বার্থসিদ্ধির ছদ্মবেশ নয়? সাংবাদিকতার পরিভাষায় একে বলা হয় ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’, স্বার্থের দ্বন্দ্বে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা এখানে পুরোপুরি নষ্ট হয়ে যায়।