স্বাস্থ অধিদপ্তরের জরুরি নোটিশ

স্বাস্থ্য

আজকের দেশ রিপোর্ট : নার্সিং ও মিডওয়াইফারি, সরকারি আইএইচটি, সরকারী ম্যাটস অধ্যয়নরত শিক্ষার্থীগণ কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনার বাসস্থানের নিকটতম সরকারী মেডিকেল কলেজ/জেলার নির্ধারিত টিকাদান কেন্দ্রে যোগাযোগ করুন।
*টিকা গ্রহণ করে নিজ নিজ মেডিকেল কলেজ/প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অবহিত করুন।


বিজ্ঞাপন

১৮ বছর উর্ধ্ব যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা প্রাতিষ্ঠানিক আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে প্রথম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন তবে দ্বিতীয় ডোজ সম্পন্ন করে ভ্যাক্সিন সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হবে।

রেজিস্ট্রেশন কার্ড ও টিকাদানের প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে নিজ নিজ টিকা গ্রহণ কেন্দ্র থেকে তথ্য আপডেট করে টিকা গ্রহণের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।

১) স্মারক নং- ৪৫.০৩.০০০০.০০৩.১৪.০০১.২১ তারিখ- ২৩/০৬/২০২১
২ ) স্মারক নং- স্বাঃঅধিঃ/ইপিআই/ফিল্ড সার্ভিস/কোভিড-১৯/২০২১/১০৬৮ তারিখঃ- ২৬/০৬/২০২১