কালিয়াকৈরে পরিবেশ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : রবিবার ২৯ আগস্ট গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় কালিয়াকৈর এলাকায় পরিবেশ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।


বিজ্ঞাপন

উক্ত ভ্রাম্যমান আদালতে পূর্ব চান্দরা, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর এর ডালাস ফ্যাশন লিমিটেড কে অকার্যকর তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) এর মাধ্যমে ডাইং এর পানি সরাসরি নির্গমন করে মকস বিল এর পরিবেশ দূষণ করায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক তা আদায় করা হয় এবং যথাযথভাবে ইটিপি পরিচালনা ব্যতীত ডাইং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার গাড়ি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুল হক, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন উপজেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন, গাজীপুর এর সদস্যবৃন্দ।