নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলার ফরিদপুর থানার মামলা নং-১১, তারিখ- ১৭/০৩/২০২০, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড এর আসামি মো. এরশাদ মোল্লা(৩৭), পিতা- মৃত আফসার মোল্লা, সাং- সোনাহারা গোরস্থান পাড়া, থানা- ফরিদপুর, জেলা পাবনাকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩০ আগস্ট সোমবার . রাত দেড়টায় টায় পাবনা সিআইডি’র একটি টীম ঢাকা জেলার আশুলিয়া থেকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।