রাণীশংকৈল সংবাদদাতা॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজে বৃহস্পতিবার সকালে অনার্স শিক্ষকরা অফিসে তালা লাগিয়ে দেন। শিক্ষক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রানীশংকৈল কলেজে অনার্সের দীর্ঘ দিন পর্যাপ্ত নিয়োগ বানিজ্যের ফলে (অনার্স) শিক্ষক- সেমিনার ও পিয়নদের বেতন-ভাতাদি বকেয়া থাকার কারনে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অফিসে তালা দিয়েছেন ঐ কলেজের শিক্ষকরা।
এ সময় সংবাদকর্মীরা অনার্সের শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা বলেন, ’প্রতি মাসেই আন্দোলনের মাধ্যমেই কলেজে আমাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে হয়। আমাদের বেতন প্রতি মাসেই আন্দোলনের মাধ্যমে পেতে হয়’। এ সময় উপাধ্যক্ষ জামাল উদ্দিন বলেন, ’ব্যাংকে শিক্ষকদের বেতন দেয়ার মত অর্থ আমাদের হাতে নেই,সামনে ঈদ সে কারনে ,এবার বেতন ভাতাদি দিতে প্রায় ২৯ লক্ষ্য টাকার মত লাগতে পারে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। জানা যায়, তিনি ছুটিতে ঢাকায় আছেন।