নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঝিনাইদহে হোটেল রেস্তোরাঁ মনিটরিং

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঝিনাইদহ জেলা কার্যালয় এর নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে গত ২৯ আগস্ট নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল এর নেতৃত্বে ঝিনাইদহ শহরের এইচ এস এস সড়ক এবং অগ্নিবীণা সড়ক এলাকার হোটেল-রেস্তোরাঁয় মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

এ সময় খাদ্য স্থাপনার ভেতরে অনেক নোংরা পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণ করতে দেখা যায়।


বিজ্ঞাপন

নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিভিন্ন দিক তুলে ধরে খাদ্য ব্যবসায়ীদের সতর্ক হয়ে স্বাস্থ্যকর পরিবেশে নিরাপদ খাদ্যপণ্য প্রস্তুত, সংরক্ষণ সহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং খাদ্য ব্যবসায়ীদের বিভিন্ন অসংগতিগুলো তুলে ধরে সমাধানের জন্য নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞাপন

উক্ত মনিটরিং এ উপস্থিত ছিলেন শংকর কুমার নন্দী, স্যানিটারি ইন্সপেক্টর সদর পৌরসভা ও নিরাপদ খাদ্য পরিদর্শক, মোঃ রাজিব হোসেন, নমুনা সংগ্রহ সহকারী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঝিনাইদহ এবং দিলরুবা আক্তার, অফিস সহায়ক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঝিনাইদহ।

এসময়, নিরাপদ খাদ্য আইনের লিফলেট ও পালনীয় নির্দেশাবলি সম্বলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।