নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনায় হোটেল রেস্তোরাঁ পরিদর্শন

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : গতকাল মঙ্গলবার ৩১ আগস্ট প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, খুলনা এর নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার এর নেতৃত্বে নিয়মিত কাজের অংশ হিসেবে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার কিছু হোটেল রেস্তোরাঁ পরিদর্শন করা হয়।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষায় উদাসীনতাসহ খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণে বিভিন্ন ত্রুটি দেখা যায়।


বিজ্ঞাপন

নিরাপদ খাদ্য অফিসার পরিচ্ছন্নতার বিভিন্ন বিষয়ে সচেতন করার পাশাপাশি নির্দিষ্ট সময়ে ত্রুটি সংশোধনের আহবান জানান। এ সময় ডুমুরিয়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক উপস্থিত ছিলেন।