যশোরে বিট ফোকাল পয়েন্ট কর্মকর্তার মতবিনিময়

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : যশোর কোতয়ালী মডেল থানাধীন সকল বিট অফিসারদের সাথে জেলা বিট ফোকাল পয়েন্ট কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

বুধবার ৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা বিট ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), যশোর এর সভাপতিত্বে বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেশি বেগবান করতে কোতয়ালী মডেল থানাধীন সকল বিট অফিসারদের নিয়ে কার্যকরি সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিট ফোকাল পয়েন্ট কর্মকর্তা বলেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল পুলিশি সেবা সকল স্তরের জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছেন। যার সুফল ইতোমধ্যে সর্বসাধারণ পেতে শুরু করেছে।
তিনি বলেন, আপনাদের দায়িত্ব হলো নিয়মিত নিজ নিজ বিট এলাকার খোঁজ-খবর রাখা। এক কথায় পুলিশি সেবাটা যেন একদম প্রত্যন্ত এলাকার জনগণ পেতে পারে তার সুব্যবস্থা গ্রহণ করা।

নিয়মিত বিট কার্যালয়ে বসতে হবে এবং বিভিন্ন প্রকার সচেতনতামূলক কার্যক্রম সর্বসাধারণকে সম্পৃক্ত করে চালাতে হবে।
তিনি কঠোরভাবে সকল অফিসারকে নির্দেশ প্রদান করেন যে, সেবা গ্রহীতার সাথে অবশ্যই ভালো আচারণ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানাধীন সর্বমোট ২৪জন বিট অফিসার ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।