কি নিষ্ঠুর এই একাকিত্ব

উপ-সম্পাদকীয়/মতামত

সাবরীনা মান্নান : অভিমানে জীবন বদলায়। অভিমানে বাড়ি বদলায় , ঘর বদলায়, শহর বদলায়। অভিমান অদৃশ্য কিন্তু বাস্তব জীবনের সাথে মিলেমিশে একাকার। অতিরিক্ত অভিমান জীবন এলোমেলো করে দেয়।
তারপরও অভিমান থেকে যায়।
এক জীবনে যাদের এই অভিমানটুকু সম্বল তাদের জীবনের কাছে খুব বেশি কিছু চাইবার নেই।
এই অভিমানী মানুষগুলো শুধু চায় কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসি বলে পাশে থাকুক।
সবচেয়ে আশ্চর্যের বিষয় এই অভিমানী মানুষগুলো একটা সময় ভীষণ একা হয়ে যায়।
মৃত্যুর ভয় তাকে গ্রাস করে। এই একাকিত্বের কোন সংজ্ঞা নেই। নেই কোনো উচ্চস্বরে বলার মত বর্তমান ও ভবিষ্যৎ।


বিজ্ঞাপন

কি নিষ্ঠুর এই একাকীত্ব। তারপরও এই অভিমানী মানুষগুলো মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে।
আজকাল বিত্ত বৈভবের সান্নিধ্যে থাকা মানুষের জীবনকে আমরা সত্যি কারের বেঁচে থাকা বলি। বিত্ত বৈভবের আড়ালে এই অভিমানী মানুষগুলোও কিন্তু বেঁচে থাকে। নিরবে ভালোবেসে যায়, একমাত্র এই অভিমানী মানুষগুলোর কাছ থেকেই নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া সম্ভব হয়তো।
অথচ এই অভিমানী মানুষগুলোকে আমরা পাগল বলি, শুদ্ধ ভাষায় বাইপোলার বলি। কি অদ্ভুত।


বিজ্ঞাপন