সিএমপি’র কোতোয়ালীতে চোরাই মালামালসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গত ১৩ মে বিকাল অনুমান ৪টা হতে ইং ১৬ মে সকাল অনুমান ৮ টার মধ্যবর্তী যেকোন সময় কোতোয়ালী থানাধীন পাথরঘাটা ৩নং চুরিয়ালটুলি লেইনস্থ আব্দুল জব্বার সওদাগরের বিল্ডিং এর ২য় তলায় গত ১৮ জুলাই বিকাল অনুমান ৪ টার সময় কোতোয়ালী থানাধীন পাথরঘাটা চুড়িয়ালটুলী রোড গল্লি পাড়াস্থ আমিনুর রহমান মিয়ার বিল্ডিং এর ৩য় তলায় গত ১৯ জুলাই রাত অনুমান ১০ টার সময় কোতোয়ালী থানাধীন পাথরঘাটা চুড়িয়ালটুলী রোড গল্লি পাড়াস্থ আমিনুর রহমান মিয়ার বিল্ডিং এর ৪র্থ তলায়, গত ২৭ জুলাই ভোর অনুমান ৫ টা থেকে গত ২৯ জুলাই সকাল অনুমান ৬ টায় যেকোন সময় কোতোয়ালী থানাধীন চুড়িয়ালটুলি লেইন, সর্দারের বাড়ী নীচ তলা ভাড়া বাসায় চুরি হয়েছে মর্মে কোতোয়ালী থানায় পৃথক পৃথকভাবে ৩টি মামলা রুজু হয়।


বিজ্ঞাপন

উক্ত ঘটনা ৩টি’র বিষয়ে পুলিশ কমিশনার এর নির্দেশে উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আমিনুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার(কোতোয়ালী জোন) মোঃ মুজাহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম (বার) এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ০১টি স্বর্ণের চেইন, ০২ জোড়া স্বর্ণের পাশা দুল , ০১টি স্বর্ণের আংটি, ০১টি hp ল্যাপটপ, ০১টি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, ০১টি ব্লেন্ডার মেশিন ও নগদ ৪৬৪০/-টাকা সহ মোঃ বাবলু প্রকাশ বাবুল (২৮) কে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত ও চুরি করার কথা স্বীকার করে এবং চুরি করা স্বর্ণালংকার সমূহ উত্তম দে (৩৮) এর নিকট বিক্রয় করার কথা স্বীকার করে।
পরবর্তীতে গ্রেফতার কৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর দে(৩৮) কে গ্রেফতার করা হয়।