নিজস্ব প্রতিবেদক : চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ৪ হাজার প্রার্থীকে চিকিৎসক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভায় অনুমোদন হওয়ার পর এ ফলাফল প্রকাশ করা হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ বলেন, ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার পিএসসির কমিশনের সভায় অনুমোদন হওয়ার পর এ ফলাফল প্রকাশ করা হয়।
তিনি আরও বলেন, ৪২তম বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের সিদ্ধান্ত মোতাবেক ৪ হাজার চিকিৎসক নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।
৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ২৩ মে থেকে। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২৮ মে এ ভাইভা স্থগিত করা হয়।
পরবর্তীতে আরেক নির্দেশে ৬ জুন থেকে পুনরায় ভাইভা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত এ ভাইভা চলার কথা থাকলেও ২২ জুন এ তা স্থগিত করা হয়। পরে গত মাসের ১০ তারিখ থেকে এ বিসিএসের ভাইভা শুরু হয়।
দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এ বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয় গত ২৬ ফেব্রুয়ারি।
পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন।