বিশিষ্ট কলামিস্ট ডা. মাজেদের মতিঝিলে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : ফেনী জেলার সোনাগাজী থানার কৃতিসন্তান ডাক্তার মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ। দীর্ঘ দশ বছর হোমিও চিকিৎসক হিসেবে মানব সেবার সাথে নিয়োজিত রয়েছেন। তিনি ফেনী জেলা শহরে প্রাক্টিস করলেও ইতোমধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে চিকিৎসা সেবায় জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ১০ সেপ্টেম্বর সকালে ঢাকায় নতুন চেম্বার উদ্বোধন করেন দৈনিক স্বদেশ বিচিত্রা কার্যালয়ে। এ সময় মতিঝিল এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। “বর্তমান স্বাস্থ্য খাতে হোমিও চিকিৎসা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। উদ্বোধক ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা প্রকাশক ও সম্পাদক কবি অশোক কুমার ধর। প্রধান আলোচক ছিলেন ডা. মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ। বাপ্পি সরদার তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে হোমিও চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমি মনে করি হোমিও বোর্ডকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। ডা. মাহতাব হোসাইন মাজেদ বলেন, চিকিৎসাশাস্ত্রে পেশাগত জায়গা উৎকর্ষ সাধনে হোমিও বোর্ড ততটা শক্ত জায়গা করে নিতে পারেনি। যার ফলে আমরা আজ প্রশ্নবিদ্ধ হচ্ছি। দীর্ঘ ১০বছর ধরে হোমিও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গবেষণা অব্যাহত রেখেছি। ইতোমধ্যে বেশ কয়েকটি বই আমার বাজারে রয়েছে। পাশাপাশি প্রতিদিন হোমিও চিকিৎসা ব্যবস্থা নিয়ে দৈনিক জাতীয় পত্র পত্রিকায় নিয়মিত স্বাস্থ্য সচেতনতা ও গবেষণা ধর্মীয় কলাম লিখে আসছি। রোগীদের অধিকার নিশ্চিত করতে পারলে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা সম্ভব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার সলিম উল্লাহ মেজবাহ। দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। আগামীতে প্রতি সপ্তাহে ঢাকায় নিয়মিত চেম্বার করবেন ডা. মাহতাব হোসাইন মাজেদ।


বিজ্ঞাপন