রাজধানীতে ২১৬ ক্যান বিয়ারসহ গ্রেফতার ১

অপরাধ

আজকের দেশ রিপোর্ট : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে।


বিজ্ঞাপন

সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদন্ত্রদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গতকাল ১০ সেপ্টেম্বর দুপুর ১৩.৫০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল দারুস সালাম থানাধীন মিরপুর বেরিবাধ জাহানাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ২১৬ ক্যান বিয়ার সহ মোঃ বাবু শেখ (৩০) কে গ্রেফতার করা হয়। তার বাড়ি পটুয়াখালী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে বিয়ার ক্যান পাইকারী দরে ক্রয় করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।