নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বাঁশখালী থানার এসআই লিটন চাকমা সঙ্গীয় ফোর্স সহ গতকাল ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টা ১০ মিনিটে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি এলাকায় ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কে অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা সহ আসামী বাদশা মিয়া(২৬)’কে গ্রেফতার করে।
দুপুর ২ টায় বর্ণিত স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ আসামী আজিমুল (৩১)’কে গ্রেফতার করে।
একই তারিখ সন্ধ্যা ০৬.৩০ টায় বর্ণিত স্থানে অপর এক অভিযান পরিচালনা করে ২,৮০০ (দুই হাজার আটশত) পিস ইয়াবাসহ আসামী সালেহ আহমদ (৫৫) ও আসামী আমান উল্যা(১৯)কে গ্রেফতার করে।
এ সংক্রান্তে বাঁশখালী থানায় পৃথক মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।