সারাদেশে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৬,৮৩,০০০/- জরিমানা

অপরাধ বানিজ্য

বিশেষ প্রতিবেদক : গতকাল বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজারে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধ প্রতিরোধে ঢাকাসহ সারাদেশে অভিযান /তদারকি কার্যক্রম পরিচালিত হয়।


বিজ্ঞাপন

ঢাকা মহানগরীর কচুক্ষেত, কাওরান বাজার, তেজগাঁও এবং ফার্মগেট এলাকায় অধিদপ্তরের ৪টি টিম কর্তৃক অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিত্যপণ্যের বাজারে চিনি, ভোজ্যতেল, চালসহ অন্যান্য নিত্যপণ্যের খুচরা মূল্য, ক্রয়-বিক্রয়ের রসিদ এবং মূল্যতালিকা পর্যবেক্ষণ করা হয়। এসময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।

এছাড়া ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, মিষ্টির কারখানায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণসহ অন্যান্য অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ১,৪০,০০০/- জরিমানা করা হয়।

অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণের নেতৃত্বে বিভিন্ন নিত্যপণ্যের বাজার এবং ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়।

ঢাকাসহ সারাদেশে ৩০টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য /ঔষধ বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, পণ্যের মোড়কজাতকরন বিধি লংঘন, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত, ওজন ও পরিমাপে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৭১টি প্রতিষ্ঠানকে ৬,৮৩,০০০ (ছয় লক্ষ তেরাশি হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বাজারে চিনি, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপণ্যের দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আহবান জানান।

বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তা স্বার্থ বিরোধী কার্যক্রম প্রতিরোধ করতে ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

সুনামগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকি : গতকাল বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, সুনামগঞ্জ এর সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বে জগন্নাথপুর উপজেলা বাজার এলাকায় তদারকি করা হয়।

তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।

ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করে জগন্নাথপুর থানা পুলিশের একটি টিম, বাজার কমিটির, সদস্যবৃন্দ। জনস্বার্থে এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।

দিনাজপুর জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: গতকাল বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর দিনাজপুর জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের অতিরিক্ত সচিব অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা বৃন্দ, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডেপুটি সিভিল সার্জন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ক্যাব, চেম্বার অফ কমার্স, প্রেসক্লাব এবং বিভিন্ন ক্যাটাগরির ব্যবসায়ীক নেতৃবৃন্দ।

ভোক্তা অধিকার এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দিনাজপুর জেলায় জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এ সেমিনার আয়োজনের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে অংশগ্রহণকারী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় ।

সেমিনারে মূল বিষয়বস্তুর উপর মহাপরিচালকের উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের আলোচনায় সেমিনারটি প্রাণবন্ত হয়ে উঠে।

সেমিনারের শেষ পর্যায়ে ভোক্তা অধিকার সমুন্নত রাখতে উপস্থিত কর্মকর্তা, ব্যবসায়ীক নেতৃবৃন্দ এবং অন্যান্য স্টেকহোল্ডারগণ যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।