মুন্সীগঞ্জে ডাকাতি মামলার রহস্য উদঘাটন

অপরাধ

মালামাল উদ্ধারসহ ৭ ডাকাত গ্রেফতার


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : গত ১৬ সেপ্টেম্বর রাত অনুমান ২ টা ৩০ মিনিট হতে রাত ২ টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন চিতলিয়া বাজারে সংঘটিত ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন, লুন্ঠিত স্বর্ণালংকার, ডাকাতি কাজে ব্যবহৃত স্পীডবোট, অস্ত্রগুলি উদ্ধার, ৭ জন ডাকাত এবং ডাকাতি স্বর্ণালংকার ক্রয়ের অপরাধে ১ জনসহ মোট=৮(আট) জন গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ আব্দুল মোমেন পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব সুমন দেব মহোদয়ের নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) ও মুন্সীগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জেলা হতে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি স্পীডবোট, লুন্ঠিত ৬৯ (উনসত্তর) ভরি স্বর্ণালংকার, সংঘবদ্ধ ডাকাত চক্রের ৭ জন ডাকাত এবং ডাকাতি হওয়া স্বর্ণালংকার ক্রয়ের অপরাধে ১ জনসহ মোট ৮ (আট) জনকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাত কাটা সাব্বির(স্বপন) এর হেফাজত হতে ১টি ম্যাগাজিনসহ পিস্তল ও ১ রাউন্ড পিস্তলের গুলি।

ডাকাত মোহাম্মদ আলীর হেফাজত হতে ৪ রাউন্ড শর্টগানের গুলি ও ডাকাত আনোয়ার হোসেন এর হেফাজত হতে ১টি চাপাতি, ডাকাত ফারুক খা এর হেফাজত হতে ১০,০০০/- টাকা এবং ডাকাত আরিফ হাওলাদার এর হেফাজত হতে ৫,০০০/- টাকা সহ মোট=১৫,০০০/- টাকা উদ্ধার করতে সক্ষম হয় মুন্সীগঞ্জ জেলা পুলিশ।